তিন সংস্করণের নেতৃত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে লিটন দাসকে টি-টুয়েন্টি অধিনায়ক করা হয়েছে পাকিস্তান সিরিজের আগে। টেস্টে নতুন করে আরও একবছরের জন্য নেতৃত্বে থাকছেন শান্ত। তবে ওয়ানডেতে নেতৃত্ব হারালেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে টাইগারদের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। টাইগার অলরাউন্ডারকে একবছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু হবে ২৭ বর্ষী মিরাজের। অবশ্য আগেও নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে চারটি ওয়ানডেতে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তিনি।
মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়ার ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘বোর্ড মনে করছে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই করার সামর্থ্য ও দলকে প্রেরণা দেয়া এবং মাঠে ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি এই ক্রান্তিকালীন সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেয়ার জন্য তাকে আদর্শ প্রার্থী বানিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে এই ফরম্যাটে এগিয়ে নেয়ার মতো টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি তার আছে।’
১০৫ ওয়ানডেতে ১,৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়ে মিরাজ আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের চার নম্বরে আছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন এটাই সর্বোচ্চ। ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নেয়া ক্রিকেটারদের তালিকায় মোহাম্মদ রফিক, মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তিনি।







