‘আমরা তো তিমিরবিনাশী’ এই স্লোগানে বাংলা নতুন বছর ১৪৩১ কে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৮ মিনিটে মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্বিবিদ্যালয়ের চারুকলা থেকে যাত্রা শুরু করে চারুকলার সামনে থেকে শাহবাগ, ঢাকা ক্লাব ও শিশু পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে টিএসসিতে এসে শেষ হয়।

এই শোভাযাত্রার মাধ্যমে বিদায়ী ১৪৩০ এর সব ভুল-ত্রুটি, ব্যর্থতা, গ্লানি আর না পাওয়াকে ভুলে নতুন উদ্যমে বর্ষপঞ্জিতে যুক্ত নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাগত জানালেন উৎসবপ্রেমিরা।

এবারের শোভাযাত্রার প্রতীকগুলো ছিলো লোকসংস্কৃতির উপকরণ ও দেশের বিপন্ন প্রাণী। যেমন- হাতি, বনরুই, চাকা, গন্ধগোকুল ও টেপা পুতুল। এছাড়াও ছিলো বড় আকারের রাজা-রানীর ২টি মুখোশ।

শোভাযাত্রায় শুরু থেকে ছিলো সম্প্রীতির বার্তা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আসুক নতুন বছর এমনটাই প্রত্যাশা সবার। তিমিরবিনাশী স্বপ্নে নতুন বছরে অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার শান্তির বার্তা।
বাঙালির চিরাচরিত সাজে হাজার হাজার উৎসবপ্রেমী মানুষের শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কে অবস্থান বলে দেয় নতুন বছরের আগমনী বার্তা।








