ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে অক্টোবরের প্রথম দিন থেকে সেনাশাসন জারি হতে যাচ্ছে।
জঙ্গিবাদ প্রতিরোধে বিশেষ আইন ‘আফস্পা’র আওতায় এই সেনাশাসন জারি করা হচ্ছে। আগামী ১লা অক্টোবর থেকে ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভারতীয় সেনাবাহিনী গোটা মণিপুরেই সেনাশাসনের প্রস্তাব দিয়েছিলো। তবে শেষ পর্যন্ত মণিপুরের স্বরাষ্ট্র দপ্তর শুধু আদিবাসী অঞ্চলে সেনাশাসনের অনুমতি দিয়েছে।
ভারতের মনিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে চার মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা নিয়মিত ঘটছে ভারতের এই রাজ্যে।








