শিরোপা লড়াইয়ে আবারও জ্বলে উঠলেন লৌতারো মার্টিনেজ। আরেকটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলে অবদান রাখা মেহেদী তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা। কিন্তু দুই গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছে তারা।
সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে ৩-২তে হারিয়েছে এসি মিলান। ২০১৬ সালের পর প্রথম ও সবমিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান।
দুর্দান্ত এই জয়ে এসি মিলানের হয়ে নিজের কোচিং অধ্যায় দারুণভাবে শুরু করলেন সের্জিও কনসেইসাও। মিলানের হয়ে মাত্র দুই ম্যাচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়ে গেলেন শিরোপার দেখা। গত ডিসেম্বরে পাওলো ফনসেকার জায়গায় মিলানের নতুন কোচের দায়িত্ব নেন কনসেইসাও। এর আগে তার অধীনে সুপার কাপের সেমিফাইনালে জুভেন্টাসকে হারিয়েছিল মিলান।
দায়িত্ব গ্রহণের শুরুতে শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কনসেইসাও বলেছেন, ‘আমি খেলোয়াড়দের জন্য খুবই আনন্দিত, কারণ কাজটা সহজ ছিল না। আমি যখন এসেছিলাম এখানকার পরিবেশ সেরা অবস্থায় ছিল না। এই দুই ম্যাচের আগে কাজ করার তেমন কোনো সুযোগও ছিল না। আমরা দুটি শীর্ষ স্তরের দলের বিপক্ষে খেলেছি। এখন আমরা দারুণ আনন্দিত। আজ উদযাপন করব এবং কাল থেকে আমরা পরের ম্যাচে মনোযোগ দেব।’








