চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কী থাকছে চ্যাট-জিপিটিসহ বিং সার্চ ইঞ্জিনের নতুন ভার্সনে?

চ্যাট-জিপিটি ব্যবহার করে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিন বিংয়ে আমূল পরিবর্তনসহ নতুন ভার্সন প্রকাশ করেছে। চ্যাট-জিপিটির সাথে যুক্ত হয়ে একাধিক ওয়েব লিঙ্ক থেকে আরও নিখুঁত উত্তর দিতে পারবে বিং। এমন ধারণা থেকে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে সম্প্রতি চ্যালেঞ্জ করেছে বিং।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা একটি অনুষ্ঠানে বলেন, “অনুসন্ধানের জন্য এটা নতুন দিনের সূচনা। আজ থেকে প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে সার্চ ইঞ্জিন বাজারে গুগলের দুই দশকের আধিপত্য করেছে। তাদের জন্য এটি একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ হবে।”

Bkash July

মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি বলেন, “আমরা আমাদের মূল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রয়োগ করেছি এবং দুই দশকের মধ্যে সবচেয়ে বড় কার্যকারিতা দেখেছি।”

চ্যাট-জিপিটি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যা একাধিক সোর্স থেকে উত্তর খুঁজে তা সাজিয়ে পরিবেশন করতে সক্ষম।

Reneta June

২০১৫ সালে ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্টার্টআপ ওপেন এআই প্রতিষ্ঠিত হয়। যারা পরবর্তীতে চ্যাট-জিপিটি তৈরি করে। মাইক্রোসফ্ট ২০১৯ সালে এই প্রতিষ্ঠানে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অন্যদের মধ্যে ইলন মাস্ক তহবিল সহ ফার্মটির সাথে একটি মাল্টি-বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে।

অনুসন্ধানের জগতে গুগল এতটায় রাজত্ব বিস্তার করে আছে যে চ্যাট-জিপিটি উদ্ভাবনের আগে অন্য কোন সার্চ ইঞ্জিনের পক্ষে তাদের চ্যালেঞ্জ করা নির্দ্বিধায় অকল্পনীয় ছিল।

সার্চ ইঞ্জিন গুগল বিশ্বব্যাপী বাজারের ৮৪ শতাংশ শেয়ার ধারণ করে, প্রতি তিনমাসে তারা কয়েক বিলিয়ন ডলার বিজ্ঞাপন বিক্রি করে টেক জায়ান্ট কোম্পানি গুলোর মোট আয়ের দুই তৃতীয়াংশেরও বেশি আয় করে। যেখানে বিং এর শেয়ার গত বছর মাত্র নয় শতাংশ ছিল।

রিপোর্ট অনুযায়ী, চ্যাট-জিপিটির ব্যাপক সাফল্যকে গুগল তার কোম্পানির জন্য একটি “কোড রেড” হুমকি হিসেবে ঘোষণা করেছে।

এদিকে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইডু মঙ্গলবার বলেছে, বিং এর মতো তারাও “এরনি বট” নামে একটি এআই চালিত চ্যাটবট বের করার প্রস্তুতি নিচ্ছে, যদিও তারা লঞ্চের তারিখ এখনও প্রকাশ করেনি।

চ্যালেঞ্জ মোকাবেলায় গুগল ইতিমধ্যেই তাদের সার্চ ইঞ্জিনে কথোপকথনের আরও উন্নত প্রযুক্তি যোগ করেছে, যা একটি অনুসন্ধানের অনুরোধের বিপরীতে বেশিরভাগ করা করা প্রশ্নগুলির উত্তর প্রদান করে। এবং ব্যবহারকারীরা একটি ক্লিকের মাধ্যমে সহজেই তা দেখতে পারে।

Labaid
BSH
Bellow Post-Green View