লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁ’র কাছে হেরে গেছে লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইন। ঘরের মাঠে দুয়ো শুনতে হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে। দর্শকদের এমন আচরণে অখুশি কোচ গালতিয়েরের পাশাপাশি অনেকেই।
বিষয়টি নিয়ে কথা বলছেন অনেকেই। এবার মেসিকে সমর্থন করে বললেন লিওঁ’র ডিফেন্ডার ও আর্জেন্টাইন সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকো। পিএসজি সমর্থকদের এমন আচরণে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মেসির সমর্থনে বলেছেন ‘ফুটবল দলীয় খেলা।’
‘ফুটবল দলীয় খেলা, এটা একক কোন খেলা নয়।’ এটা খুবই ‘স্বাভাবিক’ যে সমর্থকরা ‘ফলাফল’ চায়, কিন্তু তার জন্য একক কাউকে বলির পাঠা বানানোর পরিকল্পনায় কারও লাভ হবে না। কাতার বিশ্বকাপজয়ী খেলোয়াড় বলেছেন।
ম্যাচের পর দুয়োর নিন্দা করে পিএসজি বস বলেছেন, ‘মেসির বিরুদ্ধে দুয়োধ্বনি দেয়া খুবই নিষ্ঠুর আচরণ। লিও এমন একজন খেলোয়াড় যে অনেককিছু দেয়। সে মৌসুমের প্রথম অংশে অনেক কিছু দিয়েছে। আরও কিছু দেয়াটা কিন্তু অন্যদের উপরও নির্ভর করবে। তাদেরই সুযোগ তৈরি করে দিতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে।’
খেলায় লিওঁ’র কাছে ১-০তে হেরে যায় লিগের শীর্ষ দল প্যারিস সেইন্ট জার্মেইন।








