চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

রোনালদোকে ছাড়িয়ে ইউরোপের রেকর্ডের মুকুট মেসির

গত ১২ জানুয়ারি ভাগ বসিয়েছিলেন ইউরোপিয়ান লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৬৯৬ গোলের রেকর্ডে। পর্তুগিজ মহাতারকাকে ছাড়িয়ে অনন্য রেকর্ডটি এবার নিজের করে নিলেন বিশ্বজয়ী লিওনেল মেসি। বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে গোল করে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ ৬৯৭ গোলের মালিক এখন আর্জেন্টাইন মহাতারকা।

মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ৭২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে নাম লেখানো হয়ে যায় এলএম থার্টির।

Bkash July

২০২১ সালে বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার আগে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। ফরাসি ক্লাব পিএসজিতে নাম লিখিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী ইতিমধ্যে খেলেছেন ৫৭ ম্যাচ, গোল করেছেন ২৫টি।

লা লিগা ও লিগ ওয়ান মিলে ৮৩৪ ম্যাচে মেসির মোট গোলসংখ্যা এখন ৬৯৭টি। যা লা লিগা, প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, সিরি আ ও বুন্দেসলিগা- মোট পাঁচ লিগে গোল করা খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চের রেকর্ড।

Reneta June

দ্বিতীয় অবস্থানে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। ইউরোপের লিগে মেসির চেয়ে ৮৮ ম্যাচ বেশি খেলে করেছেন ৬৯৬ গোল। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল। রিয়াল মাদ্রিদে ৪৩৮ ম্যাচে গোল করেছেন ৪৫০টি। জুভেন্টাস জার্সিতে ১৩৪ ম্যাচে বল জালে পাঠিয়েছেন ১০১ বার।

সম্প্রতি ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিয়েছেন রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তার সামনে আপাতত ক্ষীণই।

Labaid
BSH
Bellow Post-Green View