এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লম্বা সময় ধরে পায়ের জাদুতে বিশ্বকে মুগ্ধ করে রেখেছেন অনেক কিংবদন্তিই। তবে ১৫ বছরে অবিশ্বাস্য কিছুই দেখিয়ে চলেছেন দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের মধ্যে কে সেরা সেই বিতর্কেরও কমতি নেই। সেরার প্রশ্নে নিজেকে মেসি-রোনালদোর চেয়ে অনেক পেছনেই রাখছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড।
ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে সেরার প্রশ্নে নিজেকে মেসির চেয়ে এগিয়ে রেখেছেন রোনালদো।
সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা প্রশ্নে হালান্ড বললেন, ‘মেসি ও রোনালদোর মাপের কোন ফুটবলার নেই। এমনকি ধারেকাছেও নেই কেউ। আমার তো থাকার প্রশ্নই আসে না।’
সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য প্রশংসায় ভাসিয়েছেন আর্লিং হালান্ডকে। গার্দিওলা বলেছেন, ‘হালান্ডের মতো সত্যিকারের প্রতিভা পাওয়া কঠিনই। দলের জন্যও ভালো। বিশ্বমানের একজন যিনি খুব আন্তরিক। একজন স্ট্রাইকারের শুধু গোলের ভাবনা থাকা উচিত যা তার মধ্যে আছে। স্পষ্ট শুধু গোল আর গোল। তিনি সিটির হয়ে ১০ বছরের চুক্তি সেরেছেন, যাতে ক্লাবের অনেককিছুতে সাক্ষী হবেন, আরও অনেককিছু দেবেন।’
হালান্ড চলতি মৌসুমে সিটির জার্সিতে এপর্যন্ত ১৩ ম্যাচে ১৭ গোল করেছেন। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৩ গোল করেছেন। তার সাবেক ক্লাব বরুশিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে নামবে সিটি।









