এই খবরটি পডকাস্টে শুনুনঃ
লিওনেল মেসির পায়ের জাদুতে বিরতি নেই। ৩৮ বর্ষী বিশ্বকাপজয়ী গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আর্জেন্টাইন কিংবদন্তি এখন ক্যারিয়ারে ৯০০ গোল, ৪০০ অ্যাসিস্ট ৫০ শিরোপা জয় থেকে অল্পদূরে। চলতি মৌসুমেই হতে পারে রেকর্ডগুলো।
মৌসুমে ইন্টার মিয়ামির বাকি আছে ডজনখানেকের বেশি ম্যাচ, এদিকে টানা খেলে চলেছেন মেসি। লিগে দুর্দান্ত ফর্মে থাকা মিয়ামি অধিনায়কের ক্যারিয়ার গোল ৯০০ হতে লাগবে আর ২৬ সাফল্য, ৪০০ অ্যাসিস্ট থেকে ১৪ ধাপ দূরে তিনি এবং ৫০ শিরোপা থেকে ৪ কদম দূরে মেসি। এমএলএস, কন্টিনেন্টাল এবং আন্তর্জাতিক ম্যাচগুলো মেসিকে লক্ষ্যে ছুঁতে যেতে সাহায্য করবে।
দুর্দান্ত ফর্মেই আছেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৫ মৌসুমে ২৯ ম্যাচে ২৪ গোল ও ১০ অ্যাসিস্ট করে ফেলেছেন। এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন টানা পাঁচ লিগ ম্যাচে জোড়া গোল করে, প্রথম খেলোয়াড় হিসেবে। সবশেষ নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ৫-১ গোলে জয়েও দুই গোল ও এক অ্যাসিস্ট করেছেন। চলতি মাসের শুরুতে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এ মৌসুমে ছয়বার জোড়া গোল করেছেন। ভাঙতে বাকি বার্সার হয়ে ৭বার জোড়া গোলের নিজের রেকর্ডটা।
মেসির বর্তমান গোলসংখ্যা ৮৭৪, অ্যাসিস্ট ৩৮৬টি। তার আগে ক্রিস্টিয়ানো রোনালদো এমাত্র খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন, সিআর সেভেনের বর্তমান গোলসংখ্যা ৯৩৮।


