এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কোপা আমেরিকা ফাইনালে চোট পাওয়ার পর মেজর লিগ সকারে ফিরে গোল করেছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে জোড়া গোল পাওয়ায় ইন্টার মিয়ামিও জিতেছিল। পরের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে শেষ আধাঘণ্টায় বদলি হিসেবে খেলতে নেমে গোল পাননি মেসি, ২-২ গোলে ড্র করেছে মিয়ামি।
আটালান্টার বিপক্ষে শুরুর একাদশে মেসি-সুয়ারেজকে রাখেননি কোচ। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকের আশা পূরণ হয় ৬১ মিনিটে। ম্যাচে জুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামেন বিশ্বজয়ী মহাতারকা।
প্রথমার্ধের ৩০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইন্টার মিয়ামির ডেভিড রুইজ। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে আটালান্টাকে সমতায় ফেরান সাবা। এর তিন মিনিট পর মিয়ামিকে আবারও এগিয়ে দেন লিওনার্দো কাম্পানা। শেষের দিকে ৮৪ মিনিটে গোল করে সমতায় ম্যাচ শেষ করে আটালান্টা।







