লিওনেল মেসি বলছেন, সতীর্থ লৌতারো মার্টিনেজের ব্যালন ডি’অর পাওয়া উচিত। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয়ের পর এ কথা বলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেছেন, ‘মার্টিনেজ দুর্দান্ত একটি বছর কাটিয়েছে, কোপার ফাইনালে সে গোল করেছিল, সে আসরের সর্বোচ্চ গোলদাতাও ছিল। অন্য কারও চেয়ে ব্যালন ডি’অরের যোগ্য মার্টিনেজ।’
২৭ বর্ষী মার্টিনেজ এবছর সিরি আ শিরোপা জিতেছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন এবং আসরে সর্বোচ্চ পাঁচটি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন।








