ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারল না ইন্টার মিয়ামি। লিওনেল মেসির গোলে সমতায় ফিরে আবারও গোল হজম করে মেজর লিগ সকারে প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে টাটা মার্টিনোর দল। আটলান্টা পৌঁছে গেছে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে মিয়ামি। প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠার দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছিল মেসিবাহিনী। দ্বিতীয় ম্যাচে জিতলে এক ম্যাচ বাকি রেখে ইস্টার্ন কনফারেন্স থেকে শেষ চারে পৌঁছে যেত দলটি। ওই ম্যাচে তারা হারে ২-১ গোলে। ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচেও মেসি-সুয়ারেজরা পেরে ওঠেনি।
ম্যাচ হারলেও বলের দখল এবং আক্রমণে এগিয়ে ছিল মিয়ামি। ৬৫ শতাংশ বলের দখল রেখে গোলের উদ্দেশ্যে ২৫টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৯ শটের কেবল চারটি লক্ষ্যে রেখে বাজিমাত করে আটলান্টা।
১৭ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন মাতিয়াস রোজাস। সেনেগালিজ ফরোয়ার্ড জামাল থিয়ারের গোলে দুই মিনিটের মধ্যে সমতায় ফেরে আটলান্টা। ২১ মিনিটে আরেকটি গোল করে আটলান্টাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন জামাল। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে মেসির দুর্দান্ত এক হেডারের মাধ্যমে সমতা আনে মিয়ানি। ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় আটলান্টা। তাতে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মার্টিনোর দল।
ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টা প্রতিপক্ষ পেয়েছে অরল্যান্ডো সিটিকে।







