এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক মিনিট আগে তাকে তুলে নেয়া হয়। ফাইনালে ভালো খেলতে থাকা লিওনেল মেসিও বেশি সময় মাঠে থাকতে পারেননি। পায়ের চোটে পড়ে দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা জয়ের পর তাদের নিয়ে মনের দুয়ার খুলে দিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডে পল।
চোটে মাঠ থেকে উঠে যাওয়ার পর অঝরে কেঁদেছেন মেসি। অধিনায়ককে নিয়ে ডে পল পরে বলেছেন, ‘সবার সাথে সেভাবে কথা বলার সময় হয়নি আমার। আমি পরিবার ও বাচ্চাদের সাথে উদযাপন করছিলাম। এখন আমাকে ডোপ টেস্ট করাতে হবে।’
‘আমি লিওকে চিনি, জানি সে কী চিন্তা করছে। সবচেয়ে বেশি যে জিনিসটা সে চায় সেটা হল মাঠে থাকা এবং আমরা যেখানে আছি সেখান থেকে রক্ষা করতে চায়। তার জন্য আমাদের অংশ হতে পারা কাঙ্ক্ষিত বিষয়।’
বিদায় নেয়া ডি মারিয়া সম্পর্কে ডে পল বলেছেন, ‘ফিডোর (ডি মারিয়া) সাথে বেশকিছু বিষণ্ণ সময় কেটেছে। তার জন্য খারাপ লাগছে, কারণ সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তবে আমরা খুশিও, কারণ এভাবে সে ক্যারিয়ার ঠিক করেছে। সে দুটি কোপা শিরোপা জিতেছে, একটি বিশ্বকাপ এবং ওয়েম্বলিতে জিতেছে। সে সবকিছুই অর্জন করেছে।’








