পিএসজির সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি মেসি। এরই মধ্যে গুঞ্জন উঠেছে বার্সেলোনায় ফিরেছেন বিশ্বজয়ী মহাতারকা। তবে গুঞ্জনটি নিয়ে কথা বলতে আগ্রহী নন বার্সেলোনা কোচ জাভি। বলেছেন, ‘এই বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় এটি নয়।’
ফিফার আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শনিবার লা লিগায় এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন জাভি।
‘আমি মনে করি, মেসির ফেরা নিয়ে কথা বলার সঠিক সময় এটি নয়। আমি প্রায়ই লিওর সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য কিংবা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’
সাবেক সতীর্থ মেসিকে বার্সেলোনায় দেখতে চান জাভিও। তবে আপাতত মনোযোগ মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে দিতে চান কাতালান কোচ। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা। রয়েছে লা লিগার শীর্ষেও। এমনকি কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে আছে লড়াইয়ে।

‘আশা করি, আমরা আবার তাকে এখানে দেখতে পাব। তা ঘটলে আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেয়ার।’- বলেছেন জাভি।
‘বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে। আমরা মেসি-পরবর্তী যুগে সাফল্য অর্জন থেকে এক ধাপ দূরে রয়েছি।’