ক্যারিয়ারের বিদায়লগ্নের শেষধাপে লিওনেল মেসি। আলোচনা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন কিংবদন্তি। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচটি খেলতে চলেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা, দেশটির গণমাধ্যমে খবর এমনই।
লাতিন অঞ্চলের বাছাই থেকে ইতিমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে আলবিসেলেস্তেদের। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার মধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে হোম ম্যাচ ও ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে নামবে তারা। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে ২০২৬ সালের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’। সেই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ খেলতে উড়াল দেবে আর্জেন্টিনা।
আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে হতে চলেছে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী, এমন বলছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো। চোটের কারণে ম্যাচটিতে খেলা নিয়ে শঙ্কা থাকলেও বাছাইয়ের শেষ দুই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আছেন মেসি।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এপর্যন্ত ১৯৩ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১১২টি, অ্যাসিস্ট ৬১টি। জিতেছেন দুবার কোপা আমেরিকা শিরোপা ও একবার ফিফা বিশ্বকাপ।








