এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন যুক্তরাষ্ট্রে লিগে প্রথমবার মাসসেরা হয়েছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে এপ্রিল মাসে দুর্দান্ত খেলে মেজর লিগ সকারে মাসসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বেশ কিছুদিন চোটে ভোগার পর ৩৬ বর্ষী মেসি সদ্যগত এপ্রিলে ৬টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪ গোল। এমন দুর্দান্ত পারফরম্যান্সে পুরো মাসে অপরাজিত ছিল মিয়ামি।
র্যাপিডের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর মিয়ামি জয় পেয়েছে স্পোর্টিং ক্যানসাস সিটি, ন্যাশভিলে এবং নিউ ইংল্যান্ডের বিপক্ষে। এমন পারফরম্যান্স ইস্টার্ন কনফারেন্সে ৩ পয়েন্টে এগিয়ে থেকে মিয়ামিকে শীর্ষে উঠতে সাহায্য করেছে।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এপ্রিল মাসে মিয়ামির প্রায় সকল গোলের সাথে যুক্ত ছিলেন। এ পুরস্কার তাকে মেজর লিগ সকারে ২০২৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কারের দিকে আরও একধাপ এগিয়ে দিল।







