এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বকাপ বাছাইয়ে জুনে হতে চলা ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। শুরুর দিনে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়াই প্রথমদিনের অনুশীলন সেরে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, ফিনালিস্সিমা ও টানা দুবার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা রোববার এক সেশনের অনুশীলন করেছে। ছিলেন মিডফিল্ডার রদ্রিগো ডে পল, লিয়ান্দ্রো পারেদেস ও অন্য প্রায় সবাই। কোচ লিওনেল স্কালোনি বেশিরভাগ খেলোয়াড়কেই পেয়েছেন অনুশীলনে। তবে দেশে পা রেখেছেন ৩৭ বর্ষী মেসি। দ্রুতই মহাতারকাকে পাওয়া যাবে অনুশীলন ক্যাম্পে।
নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টিনার বেশকিছু খেলোয়াড়। চিলির বিপক্ষে খেলতে পারবেন না তারা। যাদের মধ্যে রয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ ও নিকোলাস ওটামেন্ডি।
মেসির আর্জেন্টিনা জুনে দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। ৬ জুন চিলি এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে নামবে দলটি। সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবেন মেসিরা।
লাতিন অঞ্চলের বাছাইয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও এক ড্র’তে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আলবিসেলেস্তে দল।








