এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা (এমএক্সের) তারকাদের নিয়ে এক ম্যাচের শিরোপা নির্ধারণী লড়াই থেকে নাম প্রত্যাহার করেছিলেন লিওনেল মেসি এবং জর্ডি আলবা। তারা ছিলেন না অলস্টার গেমে। এ কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি এবং জর্ডি আলবা। এমনভাবে নিষিদ্ধ হওয়ায় প্রচণ্ড হতাশ হয়েছেন ৩৮ বর্ষী মহাতারকা মেসি।
শুক্রবার ইন্টার মিয়ামির মালিকদের একজন জর্জে মাস সংবাদ সম্মেলনে বলেছেন, ‘লিওনেল মেসি প্রচন্ড হতাশ হয়েছেন। শনিবার রাতে হওয়া ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না। কিন্তু আমি মনে করি একটি ক্লাব হিসেবে আমাদের যা করতে হবে তা হল একত্রিত হওয়া, এমন একটি মনোভাব রাখা যা আমাদের বিরোধী।’
শনিবার রাতে ইন্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এফসি সিনসিনাতির বিপক্ষে নামবে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী যারা অলস্টার গেমে সঠিকভাবে কোনো কারণ ছাড়াই খেলবে না তারা লিগের পরবর্তী ম্যাচ খেলতে পারবে না।
মাস আরও বলেন, ‘আমি মনে করি এই নিয়মের শাস্তি স্পষ্টতই কঠোর। অবশ্যই, এটি মেসি এবং আলাবার থেকে ইতিবাচক প্রতিক্রিয়া নয়। তারা প্রতিযোগিতা করতে চায়, তারা ম্যাচ খেলতে চায়। সেটা করতেই তারা এখানে এসেছেন, খেলতে এবং জিততে। আগামীকালের ম্যাচের তাৎপর্য তারা বোঝে।’
‘তাদের প্রতিক্রিয়া প্রত্যাশিত, তারা বুঝতে পারছেন না এমন সিদ্ধান্ত কেন। তারা বুঝতে পারছেন না কেন একটি প্রদর্শনী ম্যাচে না খেলার জন্য সরাসরি নিষেধাজ্ঞায় পড়তে হবে।’
সেই অল-স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টারস দলকে ৩-১ গোলে হারিয়েছে এমএলএস অল-স্টারস। এরপর স্থানীয় সময় শুক্রবার বিকেলে মিয়ামির পরের ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ।







