সভাপতির বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে নওগাঁর পত্নীতলা নজিরপুর পৌরসভার ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল চেয়ে প্রধান শিক্ষক বরাবর স্মারকলিপি দিয়েছেন অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ।
শনিবার ১ জুন প্রধান শিক্ষককে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, নজিপুর ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেই ছাত্রীরা দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জানতে পেরেছি কাওকে না জানিয়ে একটি বিশেষ মহলের প্ররোচনায় সম্পূর্ণ বেআইনিভাবেনেজিং কমিটি গঠন করা হয় । এই কমিটির সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। নজিরপুর পৌরসভার গন্যমান্য অনেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। বালিকা বিদ্যালয়ের মত একটি প্রতিষ্ঠানে তার উপস্থিতি সকল অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্মারকলিপিতে আশা করা হয় এমন বিতর্কিত মানুষকে যেন সভাপতি পদে না রাখা হয়।
স্মারকলিপিতে সাক্ষরকারী অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দরা হলেন: বকুল দাস, সাগর মন্ডল, কাজী শামিউল, মহিতো দাস, শুভ, মো. তরিকুল ইসলাম, নিপুল কুমার দাস, অরুপ মহান্ত, তপন, সুজিত দাস, নারায়ন দাস, নিত্য দাস, রিমন দাস, রিয়াজুদ্দিন প্রমুখ।








