এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পিএসজি ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেছেন কাইলিয়ান এমবাপে। শুরুটা ভালোই হয়েছে ফরাসি তারকার। এরমাঝেই দুঃসংবাদ। চোটের হানায় অন্তত তিন সপ্তাহের জন্য থামতে হচ্ছে তাকে। ঊরুতে চোট পেয়েছেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে আলাভেসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় গোলটি করেন এমবাপে। বাঁ-পায়ে অস্বস্তির কারণে ৮০ মিনিটে মাঠ ছেড়ে যান। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঊরুর চোট ধরা পড়েছে। অনন্ত তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে হচ্ছে তাকে।
বুধবার বিবৃতিতে এমবাপের বাঁ-পায়ে চোট ধরা পড়ার কথা জানিয়েছে রিয়াল। তবে কতদিন খেলার বাইরে থাকতে হবে তা জানায়নি। সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানাচ্ছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে।
তিন সপ্তাহের মধ্যে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল এবং চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়ালের। সেগুলোতে নামা হচ্ছে না। ২৬ অক্টোবরে গড়াতে চলা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতেও খেলা নিয়ে শঙ্কা জেগেছে। ফ্রান্সের হয়ে উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষেও খেলা হচ্ছে না ২৫ বর্ষী ফরোয়ার্ডের।
লা লিগায় এপর্যন্ত পাঁচ গোল করেছেন এমবাপে। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে তার দল এবং ১৮ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।







