প্রায় কোটি টাকা ব্যয়ে কাশ্মীর ডাল লেকের আদলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে বার্গি লেক ভ্যালী রিসোর্টে প্রিমিয়াম হাউজ বোটের উদ্বোধন করা হয়েছে। নির্মিত দ্বিতল বিশিষ্ট প্রিমিয়াম হাউজবোটে মোট ১২ টি কক্ষে পরিবার নিয়ে থাকার সু-ব্যবস্থা রয়েছে। এতে রয়েছে কায়াকিং,ক্যাম্প ফায়ারিং, লেকের পাড়ে মাছ শিকারের ব্যবস্থা, রাতে বারবিকিউ, বোটে সার্বক্ষনিক পানি ও বিদ্যুতের ব্যবস্থাসহ অনেক সুযোগ সুবিধা। উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।







