এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম তাবলীগের শীর্ষ ও প্রবীণ মুরুব্বি কাইরাইল মসজিদের আহলে শুরা হযরত মাওলানা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন।
আজ শনিবার ৩০শে আগস্ট সকাল সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, গত দুইদিন যাবৎ তিনি আইসিইউতে ছিলেন। কিডনী জাতীয় সমস্যায় অনেক দিন যাবৎ আক্রান্ত ছিলেন।
মাওলানা মোশারফ হোসেন বর্নাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সারা দুনিয়া ভ্রমন করেছেন। তিনি বিশ্ব ইজতেমার ময়দানে জুম্মার নামাজের ইমামতি করতেন।
আজ মাগরিবের নামাজের পর টঙ্গী ময়দানের পশ্চিম পাড়ে তাবলীগের মারকাজ মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।








