এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, শুক্রবার রাতভর চালানো এই হামলার ফলে ৪০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের রাজধানীর ১০টি জেলার বেশিরভাগ জায়গায় আগুন বা আবাসিক ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে।
হামলায় কিয়েভে অবস্থিত আজারবাইজানের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর রুশ রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান। এছাড়া দক্ষিণ ইউক্রেনের উপকূলীয় শহর চর্নোমোর্স্কে রুশ ড্রোন হামলায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার এসব বৃহৎ পরিসরের মিসাইল ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইউরোপের পাঁচ ন্যাটো সদস্য জার্মানি, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড এবং যুক্তরাজ্য বার্লিনে বৈঠক শেষে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার হামলা মোকাবেলায় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, ন্যাটো যদি রাশিয়ায় আক্রমণ চালায়, তবে মস্কো ‘নিজেদের সব সক্ষমতা’ দিয়ে পাল্টা জবাব দেবে।








