বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম হারের মুখ দেখল মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে দলটি হেরেছে ৪৯ রানে। টেবিলের তলানিতেই থাকল সিলেট। দুই পয়েন্ট যোগ হলেও টেবিলে অবস্থার পরিবর্তন হয়নি বরিশালের, আছে পাঁচে।
১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট অলআউট হয়েছে ১৩৭ রানে। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন বরিশালের মোহাম্মদ ইমরান। ২৩ বলে ফিফটি করা মাহমুদউল্লাহ ম্যাচসেরা হন।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় ওভারে মেহেদীর বলে খেই হারান নাজমুল হোসেন শান্ত, ৭ বল খেলে ৯ রান করে উইকেটকিপারের হাতে ক্যাচে সাজঘরে ফেরেন।
পাওয়ার প্লের শেষ ওভারে শামসুর রহমান আউট হওয়ার পর নামেন অধিনায়ক মাশরাফী। ৩ বল খেলেই সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন জাকির হাসান ও হাওয়েল, এ জুটিতে আসে ৫৮ রান। জাকির ৪৬ করে আউট হওয়ার পরের বলে হাওয়েল ২৪ করে সাজঘরে ফেরেন।
শেষদিকে আরিফুল ইসলাম, রায়ান বার্ল, নাঈম হাসানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে দ্রুত পরাজয় নিশ্চিত হয়। মেহেদী মিরাজ নেন ২ উইকেট।
এরআগে, টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী। দ্বিতীয় ওভারে বরিশালের বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাফল্য আনেন ডানহাতি অফস্পিনার নাঈম হাসান।
অপর ওপেনার পাকিস্তানের আহমেদ শেহজাদ অন্যপ্রান্তে দুর্দান্ত খেলতে থাকেন। ১০ ওভারে ৩০ বলে ফিফটি তুলে নেন এ ডানহাতি। তার ইনিংসে ছয়টি ৪ এবং ২টি ছক্কার মার ছিল। পরের ওভারে সৌম্য সরকারকে আউট করেন বেনি হাওয়েল। ১৭ বলে ২০ রান করেন এ বাঁহাতি। পরে ১১ বল খেলে আরও ১৬ রান যোগ করে ৬৬তে আউট হন শেহজাদ।
পরের ঝলক দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি অভিজ্ঞ ব্যাটার ২৩ বলে ফিফটি তুলে নেন। তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক ১৯ বলে ২২ করে আউট হলেও ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। নির্ধারিত ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৬ রান।
৪ ওভারে ২১ রান দিয়ে সিলেটের বেনি হাওয়েল নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাঈম ও রিচার্ড এনগারাভা।







