মার্ভেল ভক্তদের জন্য সুখবর! অবশেষে প্রকাশ্যে সেবাস্টিয়ান স্ট্যান এবং ফ্লোরেন্স পিউ অভিনীত ‘থান্ডারবোল্টস’-এর প্রথম টিজার ট্রেলার।
সোমবার প্রকাশিত টিজার ট্রেলারে দেখা যাচ্ছে, সরকার পরিচালিত একটি মিশনের জন্য মার্ভেল এন্টি হিরোরা দলবদ্ধ হয়েছে। জেক শ্রায়ার পরিচালিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ২ মে।
ভক্তরা টিজার ট্রেলার দেখে দারুণ খুশি। সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এই ট্রেলার। এক ভক্ত লিখেছেন, ‘এটাকেই বলে মার্ভেল মুভি।’ আরেকজন লিখেছেন, ‘ছবিটি আন্ডাররেটেড। দেখতে খুবই ভালো লাগছে।’
অধিকাংশ ভক্তই সন্তোষ প্রকাশ করেছেন এটা দেখে যে ছবিটির গল্প পৃথিবীকে ঘিরেই, মাল্টিভার্স নয়। কারণ মার্ভেলের মাল্টিভার্সের প্রতি অবসেশনের কথা কারও অজানা নয়।
হ্যারিসন ফোর্ড ‘থান্ডারবোল্টস’ ছবিতে অতিথি চরিত্রে উপস্থিত থাকবেন ববে আশা করা হচ্ছে। লরেন্স ফিশবর্ন এবং র্যাচেল ওয়েইজেরও তাদের পূর্ববর্তী এমসিইউ চরিত্রগুলোতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
‘থান্ডারবোল্টস’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৬তম চলচ্চিত্র। একদল এন্টিহিরোকে নিয়ে এই ছবির গল্প। আমেরিকার সরকার তাদেরকে এক গোপন অভিযান পরিচালনার জন্য সঙ্ঘবদ্ধ করে। এই পথ ধরেই এগিয়ে যেতে থাকে গল্পের কাহিনী। যার প্রতিটি পরতে রয়েছে উত্তেজনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস








