সেভিয়ার বিপক্ষে ইউরোপার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সেই চোট গুরুতর বলেই মনে হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগের। এতে চিন্তিতও রেড ডেভিলস বস।
ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইউনাইটেড। ম্যাচে শুরুর একাদশে ছিলেন মার্টিনেজ। ৯০তম মিনিটে গুরুতর চোট পান তিনি। এরপর সেভিয়ার দুই স্বদেশী ফুটবলারের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার। মাঠ ছাড়ার পর স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
ম্যাচের শেষে মার্টিনেজের চোট নিয়ে টেন হাগ বলেছেন, ‘চোটটা ওই জায়গায় (অ্যাকিলিস টেন্ডন) নয়। তবে আমি জানি না চোটটা কোথায়। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন ২৫ বর্ষী ডিফেন্ডার।







