বেশ কিছুদিন ধরে আলোচনায় ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা থেকে এমিলিয়ানো মার্টিনেজকে নিতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। আলোচনায় মধ্যে এলো নতুন খবর। ইউনাইটেড আর্জেন্টাইন গোলরক্ষককে ধারে নেয়ার প্রস্তাব দিয়েছে। তবে দুবারের বর্ষসেরা গোলরক্ষকের জন্য ইউনাইটেডের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভিলা, কারণ তাদের বেধে দেয়া অর্থের অঙ্কটা আরও বড়।
ইউরোপের সংবাদমাধ্যমে খবর, ইউনাইটেডের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার চোটজনিত সমস্যার কারণে নতুন মৌসুমে একজন মানসম্পন্ন গোলরক্ষক খুঁজছেন কোচ রুবেন আমোরিম।
গত মৌসুমে মার্টিনেজের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি করেছিল অ্যাস্টন ভিলা। এমুহূর্তে তাকে সাময়িক সময়ের জন্য ভিন্ন ক্লাবে পাঠানো ভিলার পক্ষে লাভজনক হবে না ভেবে দাম হাঁকানো হচ্ছে। বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য আর্থিক অঙ্কটা এমন ধরা হয়েছে, যা সম্ভবত রেড ডেভিলদের পরিকল্পিত অর্থের সীমার বাইরে।
এর আগে মার্টিনেজ সৌদি আরবের প্রো লিগ থেকে আসা লোভনীয় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আর ভিলার সঙ্গে আরও চার বছরের চুক্তি থাকায় পারিশ্রমিক বা দলবদলের অঙ্কটাও ছোট হবে না।
দলবদলের এসব আলোচনার মাঝেই তিনি অ্যাস্টন ভিলার প্রাক-মৌসুম প্রস্তুতির অনুশীলনে আছেন। প্রীতি ম্যাচ খেলতে ক্লাবটির জার্মানি ও যুক্তরাষ্ট্রে সফরের কথা রয়েছে, যার জন্য প্রাথমিক দলে তাকে রেখেছেন ভিলা কোচ উনাই এমেরি।








