কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সব আলো নিজের দিকে নিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। কানাডার বিপক্ষে বুধবার সেমিফাইনালে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, তার আগে বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টিনা গোলরক্ষক।
সোমবার দলের সাথে অনুশীলন করছিলেন মার্টিনেজ। এসময় আলবিসেলেস্তেদের অফিসিয়াল ক্যামেরাতে অনুশীলনের ভিডিও ধারণ চলছিল। হঠাৎ মার্টিনেজ ক্যামেরার দিকে এগিয়ে যান এবং মনের কথা তুলে ধরেন।
মার্টিনেজ আশাবাদের কথা তুলে ধরেন এভাবে, ‘আরও একটি এবং আমরা ফাইনালে পৌঁছে যাব।’ এরপর গ্লাভসে চুমু খেতে খেতে অনুশীলনে ফিরে যান।
ইকুয়েডরের বিপক্ষে চমক জাগানিয়া পারফরম্যান্সের পর বলেছিলেন, ‘আমি সবাইকে বলেছিলাম দেশে ফিরে যাওয়ার জন্য আমি তৈরি নই।’
মার্টিনেজ প্রথম আসরে ব্রাজিলের মারাকানায় কোপার প্রথম শিরোপা জিতেছেন। এবার ফাইনালে উঠতে পারলে টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে পৌঁছাবে আর্জেন্টিনা, সাথে মার্টিনেজও।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই।








