নির্মাতা আদনান আল রাজীবের সাথে বিয়ের ছবি প্রকাশ করে মেহজাবীন জানান, ১৩ বছরের প্রেম পরিণতি পেয়েছে চলতি মাসের ১৪ তারিখ! সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছিলো মূলত তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
এদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল। মেহজাবীন নিজেও ছবি ও ভিডিও পোস্ট করেছেন নিজের দেয়ালে। সঙ্গে মন খুলে বলেছেন রাজীবের সঙ্গে তার ১৩ বছরের প্রেমের সম্পর্কের কথা। তবে ব্যতিক্রম দেখা গেছে রাজীবকে! এ প্রসঙ্গে তিনি টুঁ শব্দটি তো করেননি ই, এমনকি বিয়ের কোনো ছবিও পোস্ট দিতে দেখা যায়নি!
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সমাজ মাধ্যমে দুটি ছবি পোস্ট করেন রাজীব। এরমধ্যে একটি ছবিতে বধু বেশে মেহজাবীনের, এবং অন্য ছবিটিতে দুজনকে দেখা গেলেও সেটা প্রায় ১৩ বছর আগের!
ছবি দুটি দিয়ে খুব কম কথায় রাজীব লিখেছেন,“আমি একজন সাধারণ মানুষ, যে শিল্প সৃষ্টি করার চেষ্টা করে চলেছে। চলনবলন আর মেধাতেও সরল। তবু কোনোভাবে, ঈশ্বর আমাকে সবসময় আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন।”
মেহজাবীনকে নিজের জন্য ঈশ্বরের দেয়া সেরা উপহার বলে মনে করেন রাজীব। তিনি বলেন,“আমি মনে করি, ঈশ্বর আমাকে বিশেষভাবে ভালোবাসেন, এবং এবার তিনি আমাকে তোমাকে দিয়েছেন—সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার। ১৩ বছর ধরে তুমি আমার শক্তি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।”
আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান কিংবা মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।
সোমবার কোনো কৌশলের আশ্রয় নেননি মেহজাবীন। জানিয়েছেন, আদনান আল রাজীবের সাথে তার প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! ৯ এপ্রিল, ২০১২ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫— মোট ৪৬৯৪ দিন!








