ডিমের দাম কমেছে, ডজনে ৩০ টাকা। কারওয়ানবাজারে ব্রয়লার মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১শ ১৫ থেকে ১শ ২০ টাকায়। কমেছে মুরগীর দামও। কাঁচা মরিচ, দেশি সবজীর দামও কমতির দিকে। তবে চালের দাম বাড়ছেই, পাইকারীতে কেজি প্রতি ১ থেকে ২ টাকা আর খুচরো পর্যায়ে ৪/৫ টাকা। প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজিতে ১০/১২ টাকা। কপালের ভাঁজ চওড়া হচ্ছে মুদি দোকানে, সব ধরনের সাবান, কাপড় ধোয়ার গুড়ো পাউডারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।







