চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাকে অনেক ভালোবাসেন রোমানিয়ার মেয়ে মারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A

ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে দীর্ঘ দেড় যুগের বেশি বসবাস করা বাংলাদেশের মেধাবী যুবক মো. সাইফুল ইসলাম। যিনি দেশ বিদেশ ভ্রমণ করে তার জীবনকে আমূল বদলে দিয়েছেন। এর পেছনে রয়েছে সাইফুলের জীবনসঙ্গীনি রোমানিয়ার মেয়ে মারিয়ার অবদান। বাংলাকে অনেক ভালোবাসেন মারিয়া। ফিনল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে মারিয়া আরও বেশি আপন করে নিয়েছেন ভ্রমণপিপাসু কুমিল্লার সাইফুলকে।  

একান্ত সাক্ষাতকারে ওই দম্পতি বলেন, আমরা অনেকেই ভ্রমণ করতে ভালোবাসি। ভ্রমণ মানে শুধু সৈকতের নয়নাভিরাম দৃশ্য চোখে নিয়ে প্রিয় পানীয়তে চুমুক দেয়া নয়। অস্ত যাওয়া সূর্যটাকে হা করে গিলে ফেলার ভঙ্গিমাকে ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে আপলোড করাও নয়। ভ্রমণের রয়েছে এমন কিছু উপকারিতা, যা আমাদের জীবনযাপনকে সহজ ও সুন্দর করে। ভ্রমণ একজন মানুষের আত্মনিয়ন্ত্রণের আস্থা অর্জনের জন্য প্রেরণা জোগায়। বিশদ অভিজ্ঞতা সুদূরপ্রসারি চিন্তা করতে সাহায্য করে। কর্মজীবনের এর প্রভাব অপরিসীম, কেননা কর্মক্ষেত্রের বিস্তারের জন্য প্রয়োজন বহুজাতি, বহু সংস্কৃতির সংমিশ্রণ।

চমৎকার বাংলা ভাষায় কথা বলা ‘বাংলার বধু’ মারিয়া বলেন, ভ্রমণের ফলে বিচিত্র পৃথিবীতেও এমন কিছু জায়গার সন্ধান পাওয়া যায় যেগুলো বিভিন্ন দেশে একই রকম। স্বাভাবিকভাবেই একইরকম পরিবেশ অজানা দেশে পেলেও সেখানে মানিয়ে যেতে বিড়ম্বনায় পড়তে হয় না। তাছাড়া একদম নতুন জায়গা খাপ খাইয়ে নিতে ঠিক কতটুকু সময় লাগছে সে বিষয়ে সম্যক ধারণা হয়ে যায়। ফলে একজন পর্যটক এমন জায়গায় যেতেও পিছপা হন না, যে জায়গার ব্যাপারে কোথাও থেকে কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

রোমানিয়ার মারিয়া আরও বলেন, অফিসের চার দেয়ালের মধ্যবর্তী দূরত্ব যতই হোক না কেন, তাতে মনোরম লেক আর মাথার ওপর আকাশ না থাকলে কোনো লাভ নেই। অনেকে কাজের পরিবেশ ভালো করার জন্য ডেস্কে বা অফিসের দেয়ালে প্রেরণামূলক পোস্টার লাগান। কেউ কেউ ইউটিউবে প্রেরণামূলক ভিডিও দেখেন। কিন্তু এক সময় এসব কিছুই যেয়ে মিশবে বিরক্তিতে। কারণ এগুলো পুনরাবৃত্তিমুলক ক্রিয়াকলাপ। যে ব্যক্তি পৃথিবীর যত বেশি মাইল পথ অতিক্রম করেছে, সেই সংখ্যার থেকেও তার বন্ধু সংখ্যা বেশি। এটি জটিল কোনো অঙ্ক নয়; বরং সেই বন্ধুরা শুধু চেনামুখের থাকে না, বিভিন্ন বিপদে-আপদে তাদের সাহায্যও পাওয়া যায়। বছরে যিনি দু’একবার ভ্রমণের জন্য ঘুরতে বের হন এমন মানুষের থেকে যিনি ঘন ঘন ঘুরে বেড়ান এমন মানুষের কথায় যে কেউ সহজেই বুঁদ হয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়ার জীবনকাহিনী কুমিল্লার ভাষায় ভিডিও প্রতিদিন দেখছেন বাংলা ভাষাভাষী লাখ মানুষ। সাইফুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজলার খয়রাবাদ গ্রামে।

২০২১ সালে সাইফুল শখের বশেই সাইফুল ওয়ার্ল্ড নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খোলেন। মারিয়ার কুমিল্লার ভাষায় কথা বলা ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা অল্পদিনেই তাদের ইউটিউব চ্যানেলটি জনপ্রিয় হয়ে ওঠে। প্রথম পাঁচ মাসেই পেয়ে যান ৫০ হাজার সাবস্ক্রাইবার ও এই পর্যন্ত সাবস্ক্রাইবার ৮০ হাজার এবং পাশাপাশি ফেসবুক পেজেও ফলোয়ারের সংখ্যা এক লাখ ৯০ হাজারেরও বেশি। শুধু ইউটিউবে তাদের ভিডিও এখনো পর্যন্ত দেখা হয়েছে পাঁচ কোটি বার। ফেসবুকে তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিও ৬০ লাখের উপরে এবং প্রতিটি ভিডিও দেখা হয়েছে গড়ে ৫ থেকে ১০ লাখ বার।

Reneta

কথা বলে আরও জানা যায়, এ দম্পতির পরিচয় ও প্রেমের সম্পর্ক শুরু হয় ২০০৫ সাল থেকে। রোমানিয়ার বিখ্যাত শহর তিমিসোয়ারার ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমিসোয়ারা। সাইফুল এবং মারিয়া একই ইউনিভার্সিটিতে পড়ার সময় তাদের প্রেম হয় এবং ৬ মাসের মাথায় তারা বিয়ে করেন। বিয়ে করার পর মারিয়ার বাবার ভয়ে তারা চলে যান গ্রিসে এবং গ্রিস থেকে পরে তারা স্থায়ী হন ফিনল্যান্ডে। তাদের ১০ বছরের ছেলে সাদিদ ও মারিয়া দুইজনেই পবিত্র কুরআন তেলওয়াত থেকে শুরু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন প্রতিনিয়ত। চলতি বছরের ৬ মার্চ বাংলার বধু মারিয়া জমজ সন্তানের জন্ম দেন।

সাইফুল মুঠোফোনে জানান, তারা প্রতি বছর সাদিদ এবং মারিয়াকে নিয়ে দেশে বেড়াতে আসতেন। বাংলার শ্বশুর বাড়ির টানে কুমিল্লার হত দরিদ্র মানুষকে নিজ হাতে অনেক সাহায্য সহযোগিতা করেন রোমানিয়ার মারিয়া।

এছাড়া সাইফুল ফিনল্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে তার দুটি অভিজাত রেস্তোরা রয়েছে। এরআগে ফিনল্যান্ডের বিভিন্ন শহরে আরও ৮ রেস্তোরা ছিলো। কোভিড করোনাভাইরাসের সময় বিশ্বের অর্থনৈতিক মন্দার কারণে সেগুলো গুটিয়ে নেন সাইফুল ও রোমানিয়া। সাইফুল রোমানিয়াতে বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং রোমানিয়াতে অবস্থিত বাংলাদেশিদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন।

ট্যাগ: দম্পতিফিনল্যান্ডমারিয়ারোমানিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় পুরস্কারে নিজের নাম দেখে বিব্রত ‘রক্তজবা’ নির্মাতা

জানুয়ারি ৩০, ২০২৬

‘স্পিরিট অব আবদুস সালাম’ পুরস্কার পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির মাহবুবুল আলম

জানুয়ারি ৩০, ২০২৬

প্রথমবার রাজধানীতে ‘আমাদের পিঠা পার্বন ২০২৬ উৎসব’

জানুয়ারি ৩০, ২০২৬

হেলমেট না পরায় যৌথবাহিনীর মারপিটে যুবকের মৃত্যুর অভিযোগ

জানুয়ারি ৩০, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে ৫ সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

জানুয়ারি ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT