এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ম্যাচে বিদ্বেষী স্লোগানের দায়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে হামলার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানসিটি। ম্যাচে বিদ্বেষী স্লোগান দেয় কিছু দর্শক।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সকলেই পুরুষ। যাদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। ম্যানচেস্টার, চেশায়ার ও ল্যাঙ্কাশায়ার থেকে অ্যানফিল্ডে এসেছিল তারা। স্টেডিয়াম থেকে আটক করা হয়েছে।
২৮ বর্ষী একজনকে হামলার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ল্যাঙ্কাশায়ারের ১৯ বর্ষী একজনকে ১৯৯১ সালের ফুটবল অপরাধ আইনের অধীনে একটি পাবলিক অর্ডার অপরাধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার উপর বিদ্বেষী স্লোগানের অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে সেফটন ম্যাজিস্ট্রেট আদালতের মুখোমুখি করা হবে তাকে।







