এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন কোচ আমোরিম। বুঝতে পারছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা সমাধানে খুব বেশি সময় পাবেন না।
২০২৩-২৪ মৌসুম থেকে এটি ইউনাইটেডের রেকর্ড ১৪তম হার। টেবিলে বর্তমানে দলটির ১৩তে, যা আমোরিমকে বেশ ভাবিয়ে তুলেছে। ম্যানচেস্টারের সাবেক ফরোয়ার্ড অ্যান্টনি অ্যালেঙ্গার গোলে হার দেখেছে রেড ডেভিলরা।
হারের পর আমোরিম বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে আপনি খুব বেশি সময় পাবেন না। আমিও সময় পাব না। এ সমস্যা থেকে দ্রুত আমাদের বের হয়ে আসতে হবে।’
‘এখানে মাঝে মাঝে বেশ চাপ থাকে। আমরা খেলা শুরু করেছিলাম একটি গোল হজম করে এবং নটিংহ্যামকে তারা যেখানে রাখতে চায় সেখানে রাখার জন্য প্রচুর খেলোয়াড় দিয়ে প্রতিরোধ করেছে। এরপর ম্যাচে আক্রমণের মাধ্যমে পরিবর্তন আনার জন্য দ্রুত খেলোয়াড় আছে তাদের।’
‘তারপরও দ্বিতীয়ার্ধে আমরা বেশ ভালো ম্যাচের নিয়ন্ত্রণ করেছিলাম। আমরা ভালো চাপ তৈরি করেছিলাম, কিন্তু ম্যাচের শেষদিকে আমরা তেমন প্রভাব রাখতে পারিনি।’








