এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এক-দুই বা পাঁচটি নয়, গুণে গুণে ১০ দশটি গোল করেছে ম্যানচেস্টার সিটি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটির বিপক্ষে ১০-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠে সিটির হয়ে জোড়া গোল করেছেন রিকো লুইস। একটি করে গোল করেছেন ম্যাক্স অ্যালেইন, রদ্রি, অ্যান্টোইন সেমেনিও, তিজানি রেইজন্ডারস, নিকো ও’রিলি এবং রায়ান ম্যাকএডু। জ্যাক ডয়েল-হেইস ও জ্যাক ফিটজওয়াটার নিজেদের জালে বল জড়ালে আরও দুটি গোল পায় সিটি। এক্সেটার একমাত্র গোলটি করেন জর্জ বার্চ।
ম্যাচের ১২ মিনিটে অ্যালেইনের গোলে লিড পায় সিটি। ২৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন রদ্রি। ৪২ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় হেইস নিজের জালে বল জড়ালে ব্যবধান বেড়ে হয় ৩-০। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে যোগ করা সময় ফিটজওয়াটারও নিজ জালে বল পাঠালে ৪-০ গোলে এগিয়ে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রিকো লুইস সিটির পঞ্চম গোলটি করেন। ৫৪ মিনিটে ষষ্ঠ গোলটি করেন অ্যান্টোইন সেমেনিও। ৭১ মিনিটে তিজানি রেইজন্ডারস, ৭৯ মিনিটে নিকো ও’রিলি এবং ৮৬ মিনিটে রায়ান ম্যাকএডু গোল করলে ৯-০তে এগিয়ে যায় সিটি। ৯০ মিনিটে এক্সেটার হয়ে সান্তনা গোলটি করেন জর্জ বার্চ। আর যোগ করা সময়ে ম্যানচেস্টার সিটির দশম গোলটি করেন রিকো লুইস।








