সৌদি আরবের ক্লাব আল আহিলে যাচ্ছেন রিয়াদ মাহরেজ। প্রো লিগের ক্লাবটির সঙ্গে ৩৮.৭ মিলিয়ন ডলারের চুক্তিতে সম্মত হয়েছে তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২০ কোটি টাকা।
আলজেরিয়ান ফুটবলারের সঙ্গে ম্যানসিটির দুই বছরের চুক্তি বাকি ছিল। তবে ৩২ বর্ষী উইঙ্গার সৌদি প্রো লিগে যেতে আগ্রহী। বুধবার টোকিওতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচ খেলবে ম্যানসিটি। দলবদল সংক্রান্ত কারণে মাহরেজকে খেলানো হবে না।
২০১৮ সালে ক্লাবের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফিতে লেস্টার সিটি থেকে ম্যানসিটিতে আসেন মাহরেজ। তাকে নিতে সিটি খরচ করেছিল ৬০ মিলিয়ন পাউন্ড।
ইংলিশ জায়ান্টদের হয়ে ২৩৬ ম্যাচ খেলে করেছেন ৭৮ গোল। ক্লাবটির হয়ে চারবার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদও পান।







