এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় ১০ হাজার ২৮৫ জন প্রবাসীর নিকট পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
আজ ২২ জানুয়ারি বুধবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তিতে জানায়, ১৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ৭ দিন নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত (সরকারি ছুটির দিনসহ) বিশেষ ব্যবস্থায় হাইকমিশন থেকে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হয়।
এছাড়া, অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কন্স্যুলার টিমের মাধ্যমে কুয়ালালামপুরের বাইরে পেনাং, জহরবায়ু, কুয়ানতান, মালাক্কা এবং কেলাং শহরে ছুটির দিনে (১৮ ও ১৯ জানুয়ারি) পাসপোর্ট বিতরণ করা হয়। এর বাইরে মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল আবেদনকারীরা এখনও পাসপোর্ট সংগ্রহ করেননি তাদের অনলাইনে (http://appointment.bdhekl.gov.bd) পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাইকমিশন থেকে অথবা মালয়েশিয়ার পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।








