বলিউডে ঈদ মানেই সালমানের ছবি মুক্তি! আর সালমানের ছবি মুক্তি মানেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী ৩০ মার্চ ঈদ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’। কিন্তু ‘সিকান্দার’র প্রচারে এবার রয়েছে নানা রকমের নিষেধাজ্ঞা।
সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টানতে হয়েছে। মূলত লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে খুনের হুমকি আসার ফলেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।
ছবির বেশির ভাগ প্রচারই সমাজমাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এ আর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিটির ট্রেলার মুক্তি পাবে আগামী ২৩ মার্চ।
তবে প্রথমে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির ট্রেলার ৩০ হাজার ভক্তের সামনে প্রকাশ্যে আনা হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
লরেন্স বিষ্ণোইয়ের তরফ থেকে খুনের একের পর এক হুমকি পেয়েও থেমে থাকেননি সালমান। মাথায় মৃত্যুর হুমকি নিয়েও দেশের বিভিন্ন জায়গায় নির্দ্বিধায় ছবির শুটিং করেছেন তিনি। ছবির ঝলক ও গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু প্রচারের ক্ষেত্রে তেমন ধুম দেখা যাচ্ছে না।
এদিকে প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবির জন্য ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন সালমান। সম্প্রতি এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ছবির জন্য মোট ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
এই ছবিতে রয়েছে একাধিক লড়াইয়ের দৃশ্য। তার জন্য নাকি শরীরচর্চার মাধ্যমে চেহারাতেও অনেক বদল আনতে হয়েছে সালমানকে। ছবিতে সালমানের নায়িকার চরিত্রে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। যিনি পাচ্ছেন ৫ কোটি রুপি।








