এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম ও ঢাকা ডিভিশনের লড়াইয়ে বড় সংগ্রহ গড়েছিল চট্টগ্রাম। সাজ্জাদুল হকের সেঞ্চুরি ও পারভেজ ইমনের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৭১ করার পর প্রথম ইনিংসে ভালো জবাব দিচ্ছে ঢাকা ডিভিশনও। তৃতীয় দিনের খেলা শেষে ঢাকা এখনও ৯০ রানে পিছিয়ে আছে। চতুর্থ ও শেষদিনে ড্র-র দিকেই এগোচ্ছে ম্যাচটি।
প্রথমদিনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তোলা চট্টগ্রাম ডিভিশনের সাজ্জাদুল হক সেঞ্চুরি বড় করে ১৩৯ রানে আউট হন। ওপেনার পারভেজ ইমন ৯৫ রান করে রানআউটের শিকার হন। শামিম হোসেন ৩৬ রান করলে ৩৭১ রানে শেষ হয় ইনিংস।
চট্টগ্রামের বড় সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছে ঢাকা ডিভিশন। সেঞ্চুরির পথে ৯৯ রানে অপরাজিত আছেন উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন তিনি। দুই ওপেনার জয়রাজ শেখ (৭৪) এবং আশিকুর রহমান শিবলি (৫২) রান করেছেন।
চট্টগ্রাম ডিভিশনের দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান ২টি করে উইকেট নিয়েছেন। শেষদিনের খেলায় ফলাফল ভাগাভাগির পথে ম্যাচটি।








