এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে কানাডার প্রথম সোনাটি এসেছিল মেয়েদের ৫৭ কেজি জুডোতে। এবার দেশটিকে দ্বিতীয় সোনা এনে দিলেন তারকা সাঁতারু সামার ম্যাকিনটোশ।
মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ম্যাকিনটোশ। ১৭ বর্ষী তারকা স্বর্ণ জয়ের পথে সময় নিয়েছেন ৪ মিনিট ২৭.৭১ সেকেন্ড।
ইভেন্টে ৪ মিনিট ৩৩.৪০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্ররে কেটি গ্রিমস। আর ৪ মিনিট ৩৪.৯৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের ফ্রেয়া কোলবার্টের।







