এই খবরটি পডকাস্টে শুনুনঃ
১৭ বছর পর দেশে ফিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেটা নতুন বাংলাদেশের বির্নিমাণে ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন লেখক, গীতিকার, সুরকার, সংগীতশিল্পী লুৎফর হাসান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে বিকেলে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) সড়কে গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান তার বক্তব্যে, বাংলাদেশের জন্য তার একটি ‘প্ল্যান আছে’ উল্লেখ করে বক্তব্য দিয়েছেন।
সেই সঙ্গে তারেক রহমান ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪-এর গণ-আন্দোলনসহ স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ওসমান হাদীকেও স্মরণ করেছেন।
একইসঙ্গে সকল ধর্মের মানুষের সম্প্রীতির কথা উল্লেখ করে বলেছেন, সবাই মিলে করব কাজ, গড়বো মোদের বাংলাদেশ।
তারেক রহমান বক্তব্য শুনে লুৎফর হাসান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই।
‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের এই শিল্পী বলেন, আমি আমি আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহবান আছে। সাথে আছে হাদী এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ।
লুৎফর হাসান বলেন, আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়। আজকের এই বক্তব্য স্পষ্ট করে দেয় দেশটা কারো বাপের না, গোষ্ঠীর না। দেশটা একান্ত জনগণের। স্যালুট, প্রিয় তারেক রহমান।








