ত্রিমুখী অভিযোগে বিপদে এলপিজি ভোক্তারা। দ্বিগুণ দামেও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি’র বাজারে অরাজকতা চলছে। খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে এই পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ নেই। আন্তর্জাতিক বাধ্যবাধকতাসহ বিভিন্ন সমস্যার কথা জানান উদ্যোক্তারা।







