চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান জানান, রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি জানান, ১৫ নভেম্বর থেকে এখানে শীত বোধ হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই শীত বেড়ে যাচ্ছে। এখন সকালের কুয়াশায় শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য কিন্তু ঠান্ডা বাতাসে বাড়ছে শিশু ও প্রবীণদের অসুখ বিসুখ।
শীত বাড়তে পারে এমন আলোচনায় শীত সামলে নেয়ার প্রস্তুতিও নিচ্ছে এখানকার বাসিন্দারা। এদিকে, চা বাগান ও হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষ। শীতবস্ত্রের অভাবে রাস্তায় বেশ কিছু প্রান্তিক মানুষকে জুবুথুবু অবস্থায় দেখা গেছে।
তবে, স্থানীয় লোকজন মানবিক উগ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন।







