চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথমবারের মতো চলছে লন্ডন কোর রিভিউ কোর্স

জাহিদ রহমানজাহিদ রহমান
৯:১০ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৪
স্বাস্থ্য
A A

দেশে এই প্রথম বারের মত অনুষ্ঠিত হচ্ছে লন্ডন কোর রিভিউ কোর্স। পিএইচএ সম্মেলনের অংশ হিসেবে কার্ডিয়াক সার্জিক্যাল সোসাইটি অফ পিএইচএ এ কোর্সের আয়োজন করেছে।

কোর্সটি কার্ডিওথোরাসিক সার্জারির সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতার উন্নয়নের ডিজাইন করা হয়েছে। এই কোর্সটি ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোর্সটি সারা বিশ্বে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা দ্বারা পড়ানো হয়।

প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া আয়োজিত ‘পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’র সম্মেলনের তৃতীয় দিনে লন্ডন কোর রিভিউ সেশন শেষে পিএইচএর ফেলো ট্রাস্টি এবং কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ডা. ফরিদ বলেন, বাংলাদেশের কার্ডিয়াক সার্জনদের জন্য একটি দুর্দান্ত সুযোগ ছিল লন্ডন কোর রিভিউ কোর্স। এতে যারা অংশ নিয়েছেন তারা বিশ্বমানের ফ্যাকাল্টির সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে শিখেছেন হাতে কলমেও।

তবে সেই আন্তর্জাতিক কোর্সটি দেশে অনুষ্ঠিত হচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি কোর্স। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ২০ বছরেরও বেশি সময় ধরে চলছে।

আজ কোর্সের পরিচালকদের মধ্যে ছিলেন লন্ডনের সেন্ট জর্জ হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জন ড. আজিজ মোমিন, যুক্তরাজ্যের উটাহ’র কার্ডিওভাসকুলার সার্জন ডা. জন ডটি, কেমব্রিজের কার্ডিয়াক কনসালটেন্ট ডা. শাকিল ফরিদ (ট্রাস্টি, পিএইচএ), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন অধ্যাপক ডেভিড ট্যাগগার্ট, দ্য সোসাইটি ফর কার্ডিওথোরাসিক সার্জারি অফ গ্রেট ব্রিটেনের অধ্যাপক ড. গ্যাব্রিন আল খাউরি, যুক্তরাজ্যের থোরাসিক সার্জন কনসালটেন্ট ড. আলী জমির খান, উটাহ’র ইন্টারমাউন্টেন মেডিকেল সেন্টারের কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জন ডা. লি ম্যাকক্যান।

এছাড়াও জাতীয়ভাবে খ্যাতিপ্রাপ্ত কার্ডিয়াক সার্জনদের মধ্যে ছিলেন দ্য কার্ডিয়াক সার্জন সোসাইটি অব বাংলাদেশ’র সভাপতি প্রফেসর ড. ফারুক আহমেদ ও ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির।

Reneta

অংশগ্রহণকারীরা কনজেনিটাল কার্ডিয়াক সার্জারি, থোরাসিক সার্জারি এবং অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি অপারেটিভ কৌশলগুলোর উপর একটি বিশেষ ফোকাসসহ কার্ডিওভাসকুলার এবং থোরাসিক সার্জারির বিভিন্ন দিকগুলো জানতে পেরেছেন।

লন্ডন কোর রিভিউয়ের উল্লেখযোগ্য দিক ওয়েটল্যাব কোর্সের অন্তর্ভুক্তি। যা আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই বিশেষ অধিবেশনটিকে অ্যাঅরটিক রুট রিপ্লেসমেন্ট, মাইট্রাল ভালভ রিপেয়ার এবং ভিডিও-সহায়ক থোরাসিক সার্জারির মতো গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা হবে।

এছাড়া পিএইচএ গ্লোবাল সামিট-২০২৪’র তৃতীয় দিনে ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, সিস্টেমেটিক রিভিউ অফ মেডিক্যাল লিটারেচার বিষয়ক কোর্সসমূহ অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২২ ও ২৩ ফেব্রয়ারি ইন্টারন্যাশনাল করফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হোমোডায়ালিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফরগাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্টক্যান্সার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলজিস্ট, কোর্স অন কউিনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্টাটিজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রোন্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন কোর্স অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীর তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

এই সেশনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এর চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম জানান, ৯ দিনের এই সম্মেলনে দু’হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিক্যাল শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনের অধিক খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। ৯ দিনের সম্মেলনে থাকছে ৩০টির বেশি কোর্স এবং সাইন্টিফিক সেশন।

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

সম্মেলনের পরে ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে আরও তিনটি কোর্স। দেশের বৃহৎ কয়েকটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হতে যাওয়া লাইভ সেশনগুলো দেশি বিদেশি বিশেষজ্ঞদের কাছে নবীন চিকিৎসকগণ নানা জটিল বিষয়ে হাতে কলমে শেখার সুযোগ পাবেন।

ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২৩ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এই সম্মেলনে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, রয়েল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস লন্ডন, রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস এডিনবার্গ এর প্রেসিডেন্টবৃন্দ উপস্থিত থাকবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কার্ডিয়াক সার্জিক্যাল সোসাইটি অফপিএইচএলন্ডন কোর রিভিউ কোর্স
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT