এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬ আসর। বিশ্বমঞ্চে নামার আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টিম টাইগার্স। বিশ্বকাপের আগে আর কোনো সিরিজ না থাকলেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, বিশ্বকাপের জন্য তার দল আরও আগে থেকেই প্রস্তুত।
মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। পরে সংবাদ সম্মেলনে এসে লিটন জানান এমন।
‘আমার মনে হয় দল অনেক আগে থেকে প্রস্তুত ছিল। যখন এশিয়া কাপ আমরা খেলেছি তখন থেকেই। যে প্যাটার্নটা এই কয়েকটা খেলোয়াড়ই খেলতেছে, তার মানে বোঝা যাচ্ছে, দলটা আগে থেকেই প্রস্তুত ছিল।’
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টি সিরিজ না থাকলেও বিপিএল খেলবেন লিটন-তাসকিনরা। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে নিজেদের আরও শাণিত করতে চান লিটন দাস। বলেছেন, ‘এখন একটা ব্যাপার থাকবে ক্রিকেটাররা বিপিএল খেলবে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট। যে যেখানেই খেলুক, যেকোনো দলে খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে। ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা জাতীয় দলের হয়ে আসব, তখন আবার খেলার চেষ্টা করব।’








