এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর ভারি বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নদী তীরবর্তী অন্তত ১৫ হাজার মানুষ।
আজ ১৪ জুন শুক্রবার ভোররাত থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করলে দুর্ভোগে পড়েন নদী তীরবর্তীরা। অনেকেই ঠাঁই নিয়েছেন রাস্তার পাশে উঁচু স্থানে।
প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, অদিতমারী উপজেলার মহিষখোচা, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, পাটিকাপাড়া, সিংগীমারী এবং সিন্দুর্না ইউনিয়ন।







