সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ভেস্তে যায় বৃষ্টির হানায়। দ্বিতীয় ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। তবে বৃষ্টি আইনে সে ম্যাচে জয় পায় প্রোটিয়ারা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে সূযর্কুমার যাদবের সেঞ্চুরির পর কুলদীপ যাদবের ফাইফারে প্রোটিয়াদের ১০৬ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ভারত।
জোহানসবার্গে টস জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক সাউথ আফ্রিকা। আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় সফরকারী দল। জবাবে নেমে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
ব্যাটে হাতে ভারতের শুরুটা খু্ব একটা ভালো হয়নি। ২৯ রানেই দুই ব্যাটারকে হারায় ভারত। এরপর ১১২ রানের জুটি গড়েন যশ্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব। ১৪তম ওভারের শেষ বলে দলীয় ১৪১ রানে জয়সওয়াল ফিরে যান। ছয়টি চার ও তিন ছক্কায় ৪১ বলে ৬০ করেন এই ওপেনার।
১৯তম ওভারের তৃতীয় বলে ১৮৮ রানে চতুর্থ উইকেট ভারত। রিংকু সিং ফিরে যান ১০ বলে ১৪ রান করে। ইনিংসের চার বল বাকী থাকতে সূযর্কুমার ফিরে যান লিজাড উইলিয়ামসের শিকার হয়ে। সাতটি চার ও আট ছক্কায় ৫৬ বলে ১০০ রান করেন ভারতের অধিনায়ক। শেষ ওভারে আরও দুই ব্যাটারকে হারায় সফরকারীরা। শেষ ২০১ রানের সংগ্রহ গড়ে তারা।
প্রোটিয়াদের হয়ে লিজাড উইলিয়ামস ও কেশব মহারাজ দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে ভারতীয় বোলারদের সামনে পাত্তাই পায়নি প্রোটিয়া ব্যাটাররা। ডেভিড মিলার ও এইডেন মার্করাম ছাড়া কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৫ রান করেন মিলার। আর তিনটি চার ও দুই ছক্কায় ১৩ বলে ২৫ রান করেন মার্করাম। এছাড়া বাকী ব্যাটাররা ছিলেন ব্যর্থ।
ভারতে হয়ে ২.৫ ওভার বল করে ১৭ পাঁচ উইকেট শিকার করের কুলদীপ যাদব। ৩ ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট নেন রবীন্দ্র জাদেজা। এছাড়া মুকেশ কুমার ও আর্শ্বদীপ সিং নেন একটি করে উইকেট।








