সেভিয়ার বিপক্ষে লা লিগায় চলতি মৌসুমে প্রথম হার দেখার পর বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের ফুটবলীয় কৌশলের সমালোচনা হচ্ছে অনেক। তাতে ঘি ঢাললেন রিয়াল মাদ্রিদের সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। যার মতে, বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে যেকোনো দলই হারাতে পারবে।
চলতি মৌসুমে বার্সেলোনা প্রথম হারের মুখ দেখে পিএসজির বিপক্ষে। ঘরের মাঠে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের সঙ্গে হারে ২-১ ব্যবধানে।
ক্রুস বলছেন, ‘ইউরোপের মঞ্চে ফ্লিকের দল দৃষ্টিনন্দন ফুটবল খেলে। তবে তাদের অনমনীয় অবস্থাই বাজে অবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও তাদের খেলার ধরন সবার চেয়ে ভালো, একদম আকর্ষিতও নয় পুরো ইউরোপের সব দলের মধ্যে।’
‘মনে করি তারা অনেক ঝুঁকি নিয়েছে। ইয়ামাল, লামিন, রাফিনহার খারাপ দিনে যেকোনো দল তাদের কষ্ট দিতে পারে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ থেকে জলদি বিদায়ও নিতে পারে। গত মৌসুমেও ইন্টার মিলানের বিপক্ষে তাদের সঙ্গে এমনকিছু ঘটেছে।’
ফ্লিকের চ্যাম্পিয়ন্স লিগ ভাবনায় ক্রুস বলেছেন, ‘যদি ফ্লিক খেলার ধরনে পরিবর্তন না আনেন, যা হতে পারে বিপর্যয়ের কারণ। সেভিয়ার বিপক্ষে ৭৫ মিনিটের পর বার্সা ফুটবলারদের খেলার ধরন ও পরিবর্তন আসেনি, যেজন্য সেদিনই ভুগতে হয়েছে তাদের।’








