এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী হৃদরোগে আক্রান্ত হয়ে গত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী তার শিক্ষকতা জীবনের শুরু থেকেই হাদিসের শিক্ষক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকার একটি মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্বপালন করছেন।
তিনি আরও বলেন, সিলেটের আন্দোলন-সংগ্রাম কিংবা শিক্ষা-সংস্কৃতিতে মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর অবদান রয়েছে। তিনি ইসলামী রাজনীতিতে সামনের সারিতে দুর্যোগকালীন মুহূর্তে জাতির নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তার সকল তৎপরতা সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন। তাঁকে মাগফিরাত দান করুন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করুন।









