দিওয়ালীতে আসছে দুটি হাই ভোল্টেজ ছবি। কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া থ্রি’ এবং অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’। দুটি ছবিই তারকা বহুল। ভক্তদের মাঝে চলছে জল্পনা, কোন ছবিটি ব্যবসা করবে বক্স অফিসে।
দুটি ছবি একসঙ্গে মুক্তি পেলে সাধারণত রেসে এগিয়ে থাকে একটি। এক্ষেত্রে অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে, কারণ দুটি ছবিই সমানে সমান। কয়েক সপ্তাহ আগে শোনা গিয়েছিল ‘সিংহাম এগেইন’র মুক্তির তারিখ পেছানো হবে। তবে, সিনেমার টিমের তরফ থেকে জানানো হয়েছে পিছু হটবেন না তারা।
সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তর্ক বিতর্ক। এক নেটিজেন লিখেছেন, ‘সিংহাম এগেইন’-কে ধ্বংস করে দেবে ‘ভুল ভুলাইয়া থ্রি’। ব্যবসা এবং উন্মাদনা, দুই দিক দিয়েই…’ তবে উল্টোটা বলেছেন ‘সিংহাম’ ভক্তরা। এক নেটিজেন লিখেছেন, ‘ভুল ভুলাইয়া থ্রি-এর গল্প ভালো না হলে ব্যর্থ হবে। সিংহাম এগেইন অবশ্যই সফল হবে।’
কার্তিকের হরর কমেডি ‘ভুল ভুলাইয়া থ্রি’। এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি, তা আগেই ঘোষণা করেছেন কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটি পরিচালনা করছেন আনিস বাজমি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরির মতো অভিনেত্রীরা।
অন্যদিকে ‘সিংহাম এগেইন’ রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং ‘সিংহাম রিটার্নস’ (২০১৪) এর সিকুয়েল। ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয়, রণবীর, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানাও অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস








