এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেছেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন। তার সাথে অনেকেই একমত হতে পারেননি। সাউথ আফ্রিকার কিংবদন্তি সাবেক এবি ডি ভিলিয়ার্স বলেছেন বাংলাদেশকে নিয়ে কোনো আশা দেখছেন না।
অন্যরা বাংলাদেশকে নিয়ে আশা না দেখলেও প্রতিবেশি ভারতের সাবেক খেলোয়াড় আশা দেখছেন। ভারতের সাবেক স্পিনার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিক বলছেন, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। এ-গ্রুপ থেকে ভারতের সঙ্গী হবে টিম টাইগার্স।
এক অনুষ্ঠানে কার্তিক বলেছেন, ‘বাংলাদেশ বিপজ্জনক একটি দল। এ-গ্রুপে বাংলাদেশ ও ভারত উঠবে সেমিফাইনালে। সাউথ আফ্রিকা ভালো করবে, অস্ট্রেলিয়াও ভালো করবে অন্য গ্রুপ থেকে।’
তবে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান ও নিউজিল্যান্ডকে পরের পর্বে দেখছেন না কার্তিক। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নামার পর বোঝা যাবে বাংলাদেশ দলের আদতে কী অবস্থা।








